Home ফুটবল বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন মেসির সাথে কথা হয়েছে এমবাপের

চ্যাম্পিয়ন মেসির সাথে কথা হয়েছে এমবাপের

0

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে আর্জেন্টিনা পায় অধরা বিশ্বকাপ ট্রফি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও ম্যাচে ফল আসে নি।

ফাইনালে হ্যাটট্রিক করেও চ্যাম্পিয়ন হতে পারেন নি এমবাপে। টাইব্রেকার ভাগ্যে হারার পর ক্লাব সতীর্থ মেসিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বুধবার রাতে লিগ ওয়ানে ফেরার ম্যাচে গোল করে পিএসজিকে জেতান এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ম্যাচ শেষে তিনি জানান, ফাইনালের পরপরই মেসির সঙ্গে কথা হয়েছিল তাঁর।

এমবাপে বলেন, ‘ম্যাচের (ফাইনাল) পর মেসির সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। কারণ, গোটা ক্যারিয়ারজুড়ে সে এটার পেছনে ছুটেছে। আমার জন্যও ব্যপারটাই একই। তবে আমি এবার পারিনি।’

ফাইনাল হার প্রসঙ্গে এমবাপে বলেন, ‘ফাইনালের হার আমি কখনোই হজম করতে পারব না। আমি পিএসজি কোচ ও সতীর্থদের বলেছি, জাতীয় দলের ব্যর্থতার জন্য ক্লাব ভুগবে না। ফ্রান্সের হারের জন্য পিএসজি দায়ী নয়। যে কারণে আমি সর্বোচ্চ দম নিয়ে, ইতিবাচকভাবে ফিরেছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version