স্পোর্টস ডেস্কঃ লা লিগার শিরোপা নিশ্চিত আগেই করেছে রিয়াল মাদ্রিদ। এবার তারা আলাভেসকে ৫-০ গোলে হারিয়েছে। মঙ্গলবার রাতে দলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিউস জুনিয়র। একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। একবার করে জালের দেখা পান ফেদে ভালভার্দে ও আর্দা গুলার।
চলতি মৌসুমে লা লিগায় এই নিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত (২৪ জয় ও ৬ ড্র) রইল রিয়াল। এবার লিগে শুধু একটি ম্যাচই হেরেছে তারা, গত সেপ্টেম্বরে ষষ্ঠ রাউন্ডে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে। এবার লিগে ২০ ম্যাচে জাল অক্ষত রাখল তারা, স্পেনের শীর্ষ লিগে এক মৌসুমে যা তাদের ক্লাব রেকর্ড। এদিকে রেকর্ডময় ম্যাচে দারুণ করেছেন দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া। ১০টি সেভ করেন রিয়ালের এই বেলজিয়ান গোলরক্ষক।
২০০৮ সালে ইকার কাসিয়াসের পর রিয়ালের প্রথম গোলরক্ষক হিসেবে লা লিগার ম্যাচে ১০ বা এর বেশি সেভ করলেন কোর্তোয়া। চোট কাটিয়ে লম্বা সময় পর ফিরে দলের হয়ে মৌসুমে তিন ম্যাচ খেলে সবগুলোতেই জাল অক্ষত রাখলেন তিনি। ম্যাচের দশম মিনিটে প্রথম গোলটি করেন বেলিংহাম, যা লা লিগায় প্রথম আসরে তাঁর ১৯তম গোল। ম্যাচের ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। বিরতির আগে ভালভার্দে স্কোরলাইন করেন ৩-০, যে গোলে অ্যাসিস্ট বেলিংহামের। রিয়ালের চতুর্থ গোলেও অবদান বেলিংহামের। তাঁর বাড়ানো বল ধরে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিউস। পঞ্চম ও শেষ গোলটি আসে ৮১ মিনিটে, গুলারের কাছ থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post