স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের আজকের বাংলাদেশ হয়ে উঠার পেছনে সামন্য হলেও অবদান আছে ডেভ হোয়াটমোরের। হারতে হারতে খাদের কিনারে থাকা বাংলাদেশ দলের দায়িত্বটা নিয়ে ছিলনে তিনি। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন হোয়াটমোর। সে সময় থেকেই বাংলাদেশের ক্রিকেটের জাগণ।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মাটিতে খেলবে বাংলাদেশ। আসন্ন এই আসরে নিশ্চিতভাবেই টাইগারদের অন্যতম ফেভারিট দল হিসেবে জানালেন লাল-সবুজদের সাবেক কোচ ডেভ হোয়াটমোর।
এবার সেই ডেভ হোয়াটমোর বাংলাদেশে এসেছেন বিপিএলের কোচ হয়ে। বিপিএলে তিনি বরিশাল বুলসের কোচ।
বাংলাদেশে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হোয়াটমোর প্রশংসা করলেন টাইগারদের। জানালেন, টাইগারদের বর্তমান পারফরম্যান্স খুবই ভালো। এমন পারফরম্যান্স বজায় থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য দলগুলো বাংলাদেশকে সমীহ করবে।
বাংলাদেশে আসা ডেভ হোয়াটমোর জানান, ‘আমরা যদি টাইগারদের সাম্প্রতিক ফর্ম পর্যবেক্ষণ করি, তাহলেই বুঝতে পারবো তারা কতটা শক্তিশালী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সামনে থাকছে কঠিন সব দল। কিন্তু, আমার বিশ্বাস বাংলাদেশ তাদের নিজেদের প্রমাণ করবে।’
২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ভারতের মাটিতে সেবার খেলেছিল দশটি দেশ। বাংলাদেশ প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ রানে হেরে যাবার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিল ১০ উইকেটের ব্যবধানে। পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল ১০১ রানের ব্যবধানে। আইসিসির মেগা আসরে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। এরপর থেকেই নতুন বাংলাদেশকে দেখছে ক্রিকেট বিশ্ব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০