স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের চরম প্রতিপক্ষ হয়ে উঠছে ইংল্যান্ড=বাংলাদেশ। ওয়ানডে ফরমেট হউক আর টেস্ট ফরমেট হউক, সব জায়গাতেই লড়াই জমে উঠছে দারুণভাবে।
চ্যাম্পিযন্স ট্রফির এখনো মাস ছয়েক বাকী। কিন্তুু আর আগেই চরম প্রতিদ্বন্ধি এ দু’দলের ম্যাচের সব টিকেট কিনা বিক্রি শেষ হয়ে গেলো। আগামী বছরের এক জুন টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দু’দল। লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিতব্য ওই ম্যাচের সবগুলো টিকেট এরই মধ্যে শেষ হয়ে গেছে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, অনলাইনে টিকেট বিক্রির প্রথম ধাপেই শেষ হয়ে যায় বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচের টিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির কোন কোন ম্যাচের টিকেট এখনও পাওয়া যাচ্ছে, তার তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
বাংলাদেশ সময় গত বুধবার দিবাগত রাত একটায় ওই তালিকা প্রকাশ করে আইসিসি। সেখান থেকেই জানা যায়, বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচের পাশাপাশি আরও চারটি ম্যাচের টিকেট শেষ হয়ে গেছে।
অনেক লড়াই করে জায়গা করে নেওয়া বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে ‘এ’ গ্রুপে খেলবে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর পাঁচ জুন লন্ডনের কেনিংটন ওভালের অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এর পর নয় জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০