চ্যাম্পিয়ন্স লিগের মৃত্যুকূপে বার্সা

0
43

স্পোর্টস ডেস্কঃ ৩২ দলের চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর। বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে টুর্নামেন্টের গ্রুপপর্বের ড্র। যেখানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। ইস্তানবুলে ড্রতে বার্সা, বায়ার্ন ও ইন্টার মিলানের সঙ্গে গ্রুপ ‘সি’ এর আরেক দল ভিক্টোরিয়া প্লোজেন।

সহজ প্রতিপক্ষ পেয়েছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তারা গ্রুপ পর্বে মুখোমুখি হবে আরবি লাইপজিগ ও শাখতার দোনেস্কর ও সেল্টিকের। বৃহস্পতিবার রাতে ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের এই ড্র অনুষ্ঠিত হয়েছে। রিয়াল মাদ্রিদ আছে গ্রুপ ‘এফ’ এ।

কে কোন গ্রুপে-

গ্রুপ ‘এ’- আয়াক্স আমস্টারডাম, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স।

গ্রুপ ‘বি’- পোর্তো, অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, ক্লাব ব্রাগা।

গ্রুপ ‘সি’- বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লোজেন।

গ্রুপ ‘ডি’- আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহাম, স্পোর্টিং লিসবন, মার্শেই।

গ্রুপ ‘ই’- এসি মিলান, চেলসি, সালজবুর্গ, দিনামো জাগরেব।

গ্রুপ ‘এফ’- রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, শাখতার, সেল্টিক

গ্রুপ ‘জি’- ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন।

গ্রুপ ‘এইচ’- পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি হাইফা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here