চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলরক্ষককে ছাড়াই খেলবে বেলজিয়াম

0
15

স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস, পোল্যান্ড ও ওয়েলসের বিপক্ষে খেলবে বেলজিয়াম। চলতি জুনের প্রথম সপ্তাহে ডাচদের বিপক্ষে খেলবে রবার্ত মার্টিনেজের শিষ্যরা। আসন্ন ম্যাচগুলোর জন্য ৩২ সদস্যের স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করেছেন এই কোচ।

নেশন্স লিগের ম্যাচকে সামনে রেখে থিবো কোর্তোয়া, কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকু ও ইডেন হ্যাজার্ডের মত তারকাদের দলে ফিরিয়েছিলেন মার্টিনেজ। কিন্তু স্কোয়াড থেকে ছিটকে গেছেন বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়া। এতে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দলটির। সেরা গোলরক্ষককে ছাড়াই নেশন্স লিগের চারটি ম্যাচটি খেলতে হবে তাদের।

দেশটির ফুটবল ফেডারেশন মঙ্গলবার জানিয়েছে, ডাক্তারি পরীক্ষায় চোট ধরা পরার পর কোর্তোয়াকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত শনিবার লিভারপুলের বিপক্ষে ১-০ গোলে জিতে ইউরোপ সেরার ট্রফি নিশ্চিত করে রিয়াল। পুরো ম্যাচে ৯টি অসাধারণ সেভ করে দলকে জেতানোর পর কোর্তোয়া সমস্যা অনুভব করার কথা জানিয়েছিলেন। এরই মধ্যে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ।

আগামী ৩ জুন ডাচ প্রতিবেশীকে ব্রাসেলসে আতিথ্য দিবে বেলজিয়াম। এরপর ৮ জুন পোল্যান্ড, ১১ জুন ওয়েলস ও ১৪ জুন আবারো ওয়ারশতে পোল্যান্ডের মোকাবেলা করবে। আসন্ন ম্যাচগুলোতে কোর্তোয়া ছাড়া ডিফেন্ডার জেসন দিনায়ারকেও পাবে না কেভিন ডি ব্রুইনে-রোমেলু লুকাকুরা। অলিম্পিক লিওঁর সঙ্গে চুক্তি শেষ করা এই সেন্টার-ব্যাক ২০২১-২২ মৌসুম জুড়েই গোড়ালির সমস্যায় ভুগেছেন।

বেলজিয়াম স্কোয়াড- কোয়েন কাস্টিলস, সিমন মিগনোল্টে, ম্যাটজ সেলস, টবি অল্ডারউইরাল্ড, ডেডরিক বোয়াটা, টিমোথি কাস্তাগনে, উট ফায়েস, থমাস ফোকেট, ব্রেন্ডন মিশেলে, থমাস মুনিয়ার, আর্থার থিটে, ইয়ান ভারটনগেন, ইয়ানিক কারাসকো, কেভিন ডি ব্রুইনে, লিন্ডার ডেনডোনকার, থ্রোগান হ্যাজার্ড, আমাডু ওনানা, ডেনিস প্রায়েট, এ্যালেক্সিস সায়েলেমেকার্স, ইউরি টিয়েলেমানস, হ্যান্স ভানাকেন, এ্যাক্সেল উইটসেল, মিশি বাতশুয়ায়ে, চার্লস ডি কেটেলিয়ার, ইডেন হ্যাজার্ড, আদনান জানুজাজ, রোমেলু লুকাকু, দ্রিয়েস মার্টিনেজ, লোয়িস ওপেন্ডা ও লিনড্রো ট্রোসার্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here