‘চ্যাম্পিয়ন্স লিগ জেতাই মূল লক্ষ্য পিএসজির’

0
4

স্পোর্টস ডেস্কঃ ইউরোপের অন্যতম ব্যয়বহুল ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। প্রতি মৌসুমে কাড়ি কাড়ি অর্থ খরচ করে দল গঠন করে পিএসজি। তবে সেটার ফল পাচ্ছে না প্যারিস জায়ান্টরা। কেননা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি দলটি।

ঘরোয়া ফুটবলে আধিপত্য দেখালেও, ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে ব্যর্থ দলটি। ২০২০ সালে সবচেয়ে কাছে গিয়েছিল শিরোপার। কিন্তু ফাইনাল খেলেও, খালি হাতে ফিরতে হয়েছে দলটিকে। কোনোভাবেই শিরোপার দেখা পাচ্ছে না কাতারের মালিকাধীন ক্লাবটি।

এই চ্যাম্পিয়ন্স লিগ জিততে গেল বছর লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি দোনারোম্মাসহ বেশ কয়েকজনকে দলে নিয়েছে তারা। এছাড়া দলে আগে থেকেই ছিলেন কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়ররা। তবুও শেষ ষোলোর বেশি যেতে পারেনি ক্লাবটি।

তবে এবারের মৌসুমে ফের একবার মাঠে নেমেছে দলটি সেরা হওয়ার লড়াইয়ে। চ্যাম্পিয়ন্স লিগকে যে পাখির চোখ করেছে ফরাসি জায়ান্টরা, সেটা বলার অপেক্ষা রাখে। দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেও জানালেন সেই লক্ষ্যের কথা। সম্প্রতি ফ্রান্সের এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেটারই ছোট অংশ বেরিয়েছে। পুরো সাক্ষাৎকার পরবর্তীতে বের হবে।

সেই ছোট অংশে এমবাপে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জেতাই পিএসজির পরিষ্কার এবং সুনির্দিষ্ট লক্ষ্য।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here