স্পোর্টস ডেস্কঃ শুক্রবার বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে ১৯ বছর বয়সী জামাল মুসিয়ালা নিজে এক গোল করেছেন, সতীর্থদের আরো দুই গোলের যোগান দিয়েছেন।
বায়ার্নের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার, চ্যাম্পিয়নন্স লিগে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে। এই ম্যাচের আগে দুঃসংবাদ শুনল বুন্দেসলিগার দলটি। কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন জসুয়া কিমিখ ও টমাস মুলার। বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচের পর তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
কিমিখ এর আগে প্রথম কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন গত বছরের শেষের দিকে। মুলারও দ্বিতীয়বারের মতো আক্তান্ত হলেন রোগটিতে। প্রথমবার হয়েছিলেন গত ফেব্রুয়ারিতে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এই দুই ফুটবলারের না খেলার শঙ্কা আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০