স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের অভিযান শুরু হবে ২৬ অক্টোবর থেকে। গ্রুপের প্রথম ম্যাচে কিংসের প্রতিপক্ষ লেবাননের ক্লাব নিজামাহ এসসি। এরপর ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস খেলবে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের বিপক্ষে।
ভারতের ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গলের বিপক্ষে এবারই প্রথম খেলবে বসুন্ধরা কিংস। বাংলাদেশ চ্যাম্পিয়নরা নিজেদের শেষ ম্যাচটি খেলবে ১ নভেম্বর। প্রতিপক্ষ ভুটানের পারো এফসি। ২০২৩ সালে বাংলাদেশ থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বেও খেলেছিল কিংস। তবে শারজা এফসির বিপক্ষে হারায় পরের রাউন্ডে আর যাওয়া হয়নি। গত বছর এএফসি কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের ওডিশা এফসির বিপক্ষ ড্র করলেই পরের রাউন্ডে যেত কিংস। কিন্তু ভুবনেশ্বরে শেষ ম্যাচে ১-০ গোলে হেরে যায় তারা।
চ্যালেঞ্জ লিগে অংশ নিচ্ছে দুই জোনের ১৮টি দল। বসুন্ধরা কিংস আছে পশ্চিম জোনে। যেখানে তিন গ্রুপে লড়বে ১২ দল। পূর্ব জোনে আছে ছয়টি দল। পশ্চিম জোনের তিন গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা রানার্স আপ খেলবে সেমিফাইনাল, যেটি আসলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। কারণ পূর্ব জোনেও (মূলত আসিয়ান অঞ্চল) চারটি দল খেলবে সেমিফাইনাল। দুই জোনের দুই চ্যাম্পিয়ন দল শেষ পর্যন্ত লড়বে আসরের ফাইনালে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০