নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। স্যাম কারেনের শর্ট বলে তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ফিল সল্টের হাতে ধরা পড়েন লিটন দাস। ফর্মখরায় ভুগতে থাকা এই ওপেনার ৯ বলে ৯ রানেই থেমেছেন। তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
লিটনের মতো আরেক ওপেনার রনি তালুকদারও ফিরে গেলেন তুলে মারতে গিয়ে। জোফরা আর্চারকে মিড অনের উপর দিয়ে ওড়াতে চেয়েছিলেন ডানহাতি ওপেনার। টাইমিং করতে পারেননি, সহজ ক্যাচ নেন মঈন আলী। ১৪ বলে এক চারে ৯ রান করেন রনি। ৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩২। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তৌহিদ হৃদয়।
এর আগে, টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। সফরকারীদের হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়তে বাংলাদেশকে করতে হবে ১১৮ রান। ৮ জন বোলারকে দিয়ে বল করিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৩ ইকোনমিতে মেহেদি হাসান মিরাজের ঝুলিতে সর্বোচ্চ ৪ উইকেট। তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের শিকার একটি করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post