ছক্কায় ম্যাচ শেষ করলেন পান্ডিয়া, পাকিস্তানকে হারালো ভারত

    0
    37

    স্পোর্টস ডেস্ক:: শ্বাসরুদ্ধকর এক ম্যাচ। শেষ ওভারে গড়ানো ম্যাচে ছক্কায় ভারতকে জয় এনে দিলেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে দুর্দান্ত হার্দিক পান্ডিয়া আর বল হাতে ভুবনেশ্বর কুমারের দিনে ৫ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে ভারত।

    শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিলো ৭ রান। সেখান নেওয়াজ একটি উইকেট শিকার করে দারুণ কিছুর ইঙ্গিত দেন। ৩ বলে যখন ৬ রানের প্রয়োজন হার্দিক পান্ডিয়া দারুণ এক ছক্কা হাঁকিয়ে জিতিয়ে দেন দলেক।

    ১৪৮ রানের টার্গেটে খেলতে নামা ভারত দ্রুতই হারায় প্রথম উইকেট। সাফল্যের দেখা পাননি বিরাট কোহলি, রোহিত শর্মারা। ধীর গতির ইনিংস খেলে তারা কিছুটা বিপাকে ফেলে যান দলকে। এক সময় বলের চেয়ে রানের প্রয়োজন দেখা দেয় বেশি। তবে হার্দিক পান্ডিয়া ক্রমেই ব্যবধান কমিয়ে আনেন। মারমুখী হয়ে উঠেন তিনি। দুইশো ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে মাত্র ১৭ বলে ৩৩ রান করে ভারতকে জয় এনে দেন তিনি।

    দলীয় এক রানে প্রথম উইকেট হারানোর পর বিরাট কোহলী ও রোহিত শর্মার ব্যাটে প্রতিরোধ গড়েছিলো ভারত। তবে ম্যাচে ফিরছে পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজে পরপর এই তারকাকে ফিরিয়েছে পাকিস্তান। ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নামা রোহিত শর্মার দল প্রথম ওভারেই হারিয়ে ওপেনার লুকেশ রাহুলকে। রানের খাতা খুলার আগেই ভারতীয় ওপেনারকে সাজঘরে পাঠিয়েছেন নাসিম শাহ।

    ইনিংসের দ্বিতীয় বলেই দলীয় ১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। এর পর দ্বিতীয় উইকেটে কোহলি-রোহিত ৪৯ রান যোগ করেন। ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে দলীয় ৫০ রানে ফিরিয়ে দেন নেওয়াজ। ১৮ বলে ধীর গতির ইনিংসে ভারতের অধিনায়ক করেন মাত্র ১২ রান।

    রোহিতের বিদায়ের পর দশম ওভারের প্রথম বলে বিরাট কোহলিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান নেওয়াজ। হবে হ্যাটট্রিক হয়নি। দলীয় ৫৩ রানে তৃতীয় উইকেটে এই তারকা ফিরেন সাজঘরে। রানে ফেরার লড়াইয়ে থাকা ভারতের এই তারকা ৩৪ বলে ৩৫ রান করেন তিন চার ও এক ছয়ে। ১৮ বলে ১৮ রান করেন সূর্যকুমার যাদব। ২৯ বলে ৩৫ রান করেন রবীন্দ্র জাদেজা। তাতেই ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয়ে যায় ভারতের।

    পাকিস্তানের হয়ে মোহাম্মদ নেওয়াজ ৩টি ও নাসিম শাহ ২টি করে উইকেট লাভ করেন।

    এর আগে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪৭ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। বাবর আজম, ফখর জামানরা ব্যর্থ হয়েছে। বোলারদের দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতে আটকে দেয় ভারত।

    টস হেরে ব্যাট করতে নেমে দ্রুতই উইকেট হারায় পাকিস্তান। ইনিংস উদ্বোধন করতে নেমে ব্যক্তিগত ১০ রানেই বাবর আজম ফিরেছেন সাজঘরে। শত রানের আগেই অর্ধেক উইকেট হারায় তার দল। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে মাত্র ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।

    দলীয় ১৫ রানেই ওপেনার বাবরকে হারায় পাকিস্তান। ৯ বলে ১০ রান করা পাকিস্তান অধিনায়ককে ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলেই সাজঘরে পাঠিয়ে দেন ভুবনেশ্বর কুমার। তার বিদায়ের পর দ্রুতই ফিরেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে রিজওয়ানকে নিয়ে ২৭ রানের জুটি গড়েন তিনি। ইনিংসের ষষ্ট ওভারের পঞ্চম বলে দলীয় ৪২ রানের মাথায় প্যাভেলিয়নের পথ ধরনের ফখর জামান। দুই চারে ৬ বলে ১০ রান করা এই ব্যাটারকে শিকারে পরিণত করেন আবেশ খান।

    তৃতীয় উইকেটে রিজওয়ান ইফতিখার আহমদকে নিয়ে যোগ করেন ৪৫ রান। এরপরই ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে ইফতিখারকে প্যাভেলিয়েন ফেরত পাঠান হার্দিক পান্ডিয়া। ২২ বলে ২৮ রান করে দলীয় ৮৭ রানের মাথায় সাজঘরে যান তিনি।

    এরপর দ্রুত দুই উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের ১৫তম ওভারে পান্ডিয়া পরপর ফিরিয়ে দেন ব্যাট হাতে লড়াই করতে থাকা রিজওয়ানকে। ওই ওভারের প্রথম বলে দলীয় ৯৬ রানের মাথায় রিজওয়ানকে সাজঘরে পাঠান তিনি। চার চার ও এক ছয়ে ৪২ বলে ৪৩ রান করেন এই পাক ব্যাটার। ওবারে তৃতীয় বলেই ২ রান করে খুশদিল শাহকে সাজঘরে ফেরত পাঠান পান্ডিয়া।

    এরপরই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। শেষ ব্যাটার শাহনেওয়াজ দাহানির ৬ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসের দেড়শোর কাছাকাছি যায় দলটি। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন হারিস রউফ।

    ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ৪টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও অর্শ্বদ্বীপ ২টি করে উইকেট লাভ করেন।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here