ছন্নছাড়া চেলসিকে দুঃসংবাদ দিলেন ম্যাসন-জেমস

0
62

স্পোর্টস ডেস্কঃ ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরুতেই পারছে না চেলসি। প্রিমিয়ার লিগে যাচ্ছেতাই সময় কাটছে ব্লুজদের। সবশেষ পাঁচ ম্যাচে একটিও জিততে পারেনি তারা, যার মধ্যে হারই তিনটিতে। ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বরে আছে তারা। বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেও।

এমন ছন্নছাড়া চেলসি শিবিরে জোড়া ধাক্কা। ডিফেন্ডার রিস জেমস ও মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে মৌসুমের বাকি অংশে আর পাওয়া যাবে না বলে জানিয়েছেন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। বুধবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে স্টামফোর্ড ব্রিজের দলটি।

ব্রেন্টফোর্ড ম্যাচের আগে ম্যাসন-জেমসের চোটের ব্যাপারে জানিয়েছেন চেলসি কোচ। ল্যাম্পার্ড বলেন, ‘জেমসকে বাকি মৌসুমে আর পাওয়া যাবে না। মাউন্টের ক্ষেত্রেও তাই, সে মৌসুমের শেষ ম্যাচটি খেলতে পারে, তবে সম্ভাবনা কম। আমাদের জন্য এটি অবশ্যই হতাশার।’

ল্যাম্পার্ড আরো বলেন, ‘এক মৌসুমে যত খারাপ খবর পাওয়া সম্ভব, সব যেন আমাদের সঙ্গে হচ্ছে। এমনিতেই দলের ফর্ম ভালো নেই, তার ওপর মাউন্ট এবং জেমসের ইনজুরি আমাদের বিপাকে ফেলে দিল। এখন আমাদের আর কোনো টার্গেট নেই। আমরা প্রতিটা ম্যাচ খেলব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here