স্পোর্টস ডেস্ক:: মাত্র একটি কমেন্টই করেছিলেন। নয়টি ইংরেজি শব্দের সেই বিউটি ফুল কমেন্টই যেনো কাল হলো শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনার। এক নারীর ছবিতে কমেন্ট করে আলোচনা-সমালোচনায় পড়েছেন। সেই কমেন্ট মুছেও ফেলেছেন। তারপরও ক্ষমা চেয়ে জানাতে হয়েছে- তার আইডি হ্যাক হয়েছিলো।
সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি জীবন এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। লঙ্কান আম্পায়ার ধর্মসেনা সেটা ভালো মতেই বুঝতে পারলেন। শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচে দায়িত্ব পালন করছেন এই লঙ্কান আম্পায়ার। এরই মধ্যে তাকে একজন নারীর ছবিতে কমেন্ট করে বেশ বিপাকে পড়তে হলো।
এই লঙ্কান আম্পায়ার তাঁর অফিশিয়াল ফেসুবক অ্যাকাউন্ট থেকে একজন মহিলার ছবিতে কমেন্ট করেন ইংরেজিতে ‘বিউটিফুল’ লিখে। মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ছবিটিতে মূলত নারী অশালীন ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন। সমালোচনার তোপের মুখে পড়ে তিনি কমেন্টটি মুছেও ফেলেন।
এরপর নিজের একাউন্ট থেকে ক্ষমা চেয়ে, অ্যাকাউন্ট হ্যাকড হয়ে ছিলো জানিয়ে তিনি লিখেন, ‘শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘটনাটি আমার নজরে এসেছে। আমার ফেসবুক পেইজ থেকে বেশ কিছু অপ্রীতিকর বিষয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। দূভার্গ্যজনক ভাবে আমার অ্যাকাউন্টটা অন্য কারোর দখলে চলে গিয়েছিল। তবে সেটা আমি আবারও ফেরত পেয়েছি এবং ওই বিষয়বস্তুু সরিয়ে ফেলেছি। এহেন অসুবিধার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছেই ক্ষমা প্রার্থী। যদি কারোর মনে কোনোও দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি দুঃখিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০