ছবি তুলতে যাওয়া ভক্তের কাণ্ডে মেজাজ হারালেন টি-২০ অধিনায়ক রিয়াদ

0
10

নিজস্ব প্রতিবেদক:: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ টি-২০ স্কোয়াডের দেশে থাকা ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। শুক্রবার টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে নাসুমরা দেশ ছাড়েন। চলমান টেস্ট সিরিজ শেষে, ওয়ানডে এবং সবশেষে টি-২০ সিরিজ শুরু হবে।

সিরিজ খেলতে যাওয়ার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ছবি তুলতে যাওয়া এক ভক্তের কাণ্ডে মেজাজ হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এসময় ওই ভক্তকে আঙুল তুলে শাসাতে দেখা যায় টি-২০ অধিনায়ককে। ঘটনাটি ঘটেছে ছবি তুলা নিয়ে।

কালো টি শার্ট পরিহিত ওই ভক্ত মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সেলফি তুলেন। তবে সেই সেলফিতে আরো দু’একজন ছিলেন। অধিনায়কের সঙ্গে এক ফ্রেমে একা থাকা হয়নি তার। তাই তিনি আবারো রিয়াদের সঙ্গে একা ছবি তুলার চেষ্টা করেন। আগে একবার ছবি তুলার পর দ্বিতীয় দফা ছবি তুলতে আসায় অধিনায়কে মেজাজ হারাতে দেখা যায়।

আগামি জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। আগামি ২ জুলাই অনুষ্টিত হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি। পরদিন ৩ জুলাই দ্বিতীয় টি-২০ অনুষ্টিত হবে। তিন দিন বিরতি দিয়ে ৭ জুলাই অনুষ্টিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here