স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তানের বিপক্ষে ‘সহজ’ ম্যাচ কঠীন করে জিতেছে বাংলাদেশ। ১০৯/০ থেকে মুহুর্তের মধ্যেই ১১৮/৬ হয়ে যায় বাংলাদেশের স্কোর। মাত্র ৮ রান তুলতেই একাধিক উইকেট হারিয়ে সমর্থখদের মনে ভয় ধরিয়ে দেয় টাইগাররা।
তবে বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনীক বলছেন, এটা হতেই পারে। এ সময় তিনি ড্রেসিং রুমে আরামেই বসে ছিলেন। তবে ম্যাচ শেষে জানিয়েছেন, উন্নতির জায়গা আছে। বোলাররা একটু বেশি রান দিয়েছেন মেনে নিয়েছেন তিনি।
৯ রানের মধ্যে আট উইকেট হারিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের আলী বলেন, ‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট।’
হার জিত খেলার অংশ মন্তব্য করে টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা (রান তাড়ার) শুরুটা ভালো করেছিলাম। এরপর ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং—দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’
তিনি আরো বলেন, ‘বোলাররা এশিয়া কাপে ভালো করেছে, সব সময়ই ভালো করে। কিন্তু আমরা আজ শেষ দিকে কিছু বেশি রান দিয়েছি। এ জন্যই বলছি যে উন্নতির জায়গা আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০