স্পোর্টস ডেস্ক:: পাঁচ দিনের টেস্ট ম্যাচ গড়ালো ছয় দিনে। গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে শেষ পর্যন্ত হারতে হয়ে প্রবাথ জয়াসুরিয়া দারুণ এক জয় এনে দিয়েছেন লঙ্কানদের। পাঁচ দিনের টেস্ট ম্যাচটি এক দিনের বিরতি নিয়ে গড়িয়ে ছিলো ছয় দিনে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের কারণে ম্যাচ চলাকালে একদিন ছিলো বিশ্রাম ডে। যার ফলে ছয় দিনে হলো গল টেস্ট।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড লিডও নিয়ে ছিলো। তবুও ঠেকাতে পারেনি হার। নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৩০৫ রানে। নিউজিল্যান্ড লঙ্কানদের সংগ্রহ টপকে লিড নিয়ে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ৩৪০ রানে। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা এবার ৩০৯ রানে। ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড এবার গুটিয়ে যায় ২১১ রানে। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে জয়ের নায়ক প্রবাথ জয়সুরিয়া। হয়েছেন ম্যাচ সেরাও।
গলে টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিক শ্রীলঙ্কা কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৩০৫ রানের বড় পূঁজি পায়। ১৭৩ বলে ১১ চারে ১১৪ রানের সেঞ্চুরির ইনিংসটি খেলেন কামিন্দু মেন্ডিস। কুশল মেন্ডিসও দলের বড় সংগ্রহে বড় অবদান রাখেন। তার ব্যাট থেকে আসে ৫০ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৬৮ বলে সাতটি চারের মারে। ৩৬ রান করেছেন অ্যাঞ্জেলা ম্যাথিউজ। এছাড়াও ৩০ রান করেছেন দিনেম চান্দিমাল। নিউজিল্যান্ডের হয়ে উইলিয়াম ৫টি, অ্যাজাজ প্যাটেল ও গ্লিন ফিলিপস ২টি করে উইকেট লাভ করেন।
সফরকারী.শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লিড নিয়ে অলআউট হয় ৩৪০ রানে। হাফ সেঞ্চুরি করেছেন টম লাথাম, কেন উইলিয়ামসন ও ডেরিল মিচেল। এক রানের জন্য ফিফটি করতে পারেন গ্লিন ফিলিপস। ১১১ বলে ছয় চারে ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেছেন টম লাথাম। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করে রানআউট হয়েছেন ডেরিল মিচেল। ৮৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন সাত চার ও এক ছক্কায়। ৫৫ রান এসেছে অভিজ্ঞ কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। চারটি চার ও এক ছক্কায় ১০৪ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। ৪৮ বলৈ ৪৯ রানে অপরাজিত থাকেন গ্লিন ফিলিপস। শ্রীলঙ্কার হয়ে প্রবাথ জয়াসুরিয়া ৪টি ও রমেশ মেন্ডিস ৩টি করে উইকেট লাভ করেন।
পিছিয়ে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা দিমুথ করুনারাত্মে, দিনেশ চান্দিমার আর অ্যাঞ্জেলা ম্যাথিউজদের ব্যাটে চড়ে ৩০৯ রান তুলে। ছয় চারে ১২৭ বলে ইনিংস সর্বোচ্চ ৮৩ রান করেছেন দিমুথ করুনারাত্মে। সমান চারে ১৫০ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন দিনেশ চান্দিমাল। ৫০ করেছেন ম্যাথিউজ। তিনি খেলেছেন ১১১ বল, চার হাঁকিয়েছেন পাঁচটি। ৪০ রান করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। নিউজিল্যান্ডের হয়ে অ্যাজাজ প্যাটেল ৬টি ও উইলিয়াম ৩টি করে উইকেট লাভ করেন।
২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড রাচিন রবীন্দ্রের লড়াকু ব্যাটেও হার এড়াতে পারেনি। আট রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটারের ব্যাটে চড়ে ব্ল্যাক্যাপস অলআউট হয়ে যায় ২১১ রানে। ১৬৮ বলের ধৈর্য্যশীল ৯২ রানের ইনিংসে নয়টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন রাচিন রবীন্দ্র। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করে এসেছে টম বান্ডেল ও কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ২৮ রান করেছেন করেছেন ওপেনার টম লাথাম। বল হাতে লঙ্কান তারকা প্রবাথ জয়াসুরিয়া একাই শিকার করে নেন ৫ উইকেট। ৩টি উইকেট শিকার করেছেন রমেশ মেন্ডিস। ৬৩ রানের বড় জয়ে সিরিজে লিড নিলো স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০