স্পোর্টস ডেস্কঃ জুড বেলিংহামকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দেওয়া হয়েছে আনুষ্ঠানিক বিবৃতিও। ১৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার রিয়ালে যোগ দিয়েছেন ৬ বছরের চুক্তিতে। ১৯ বছর বয়সী বেলিংহামের ট্রান্সফার ফি নিয়ে কোনো কিছু জানায়নি রিয়াল ও ডর্টমুন্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, ট্রান্সফার ফির অঙ্কটা হতে পারে আট কোটি ৬০ লাখ পাউন্ড।
বয়স ১৯ হলেও বেলিংহাম ইতোমধ্যে ইংল্যান্ডের জার্সিতে খেলে ফেলেছেন। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলছেন তিন মৌসুম। প্লে মেকিং, গোল করানো এবং গোল দেওয়ায় মিলিয়ে তিনি ‘কমপ্লিট প্যাকেজ’। এবার তিনি মাঠ মাতাবেন রিয়াল মাদ্রিদের হয়ে। স্প্যানিশ ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় এখন এই তরুণ।
রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ দামি খেলোয়াড় এডেন হ্যাজার্ড বেলজিয়ামের এই তারকার দাম সাড়ে ১১ কোটি ইউরো। এদিকে ইংলিশ ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়ের তালিকায় উঠেছে এসেছেন বেলিংহাম, এখানে তাঁর সামনে ১১ কোটি ৭৪ লাখ ইউরোয় ম্যানচেস্টার সিটিতে যাওয়া জ্যাক গ্রিলিশ।
আন্তর্জাতিক ফুটবলে ২০২০ সালের নভেম্বরে অভিষেকের পর এরই মধ্যে বেলিংহাম খেলেছেন ২৪টি ম্যাচ। কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠা ইংল্যান্ডের সেরা পারফর্মারদের একজন ছিলেন তিনি। এদিকে বুন্দেসলিগার ক্লাব ডর্টমুন্ডের হয়ে সব মিলিয়ে ১৩২ ম্যাচে ২৪ গোল করেন তিনি। অবদান রাখেন ২৫টিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post