ছয় বছরে এবারই প্রথম ভালো করলামঃ স্মিথ

0
75

স্পোর্টস ডেস্কঃ সাদা বলের ফরম্যাটে খুব একটা ভালো সময় কাটছে না স্টিভেন স্মিথের। বিশেষ করে এই তারকা টি-টোয়েন্টিতে ভুগছেন। একাদশে জায়গাও হারিয়েছেন। ওয়ানডেতে রান পেলেও, খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না। আগের মতো উপভোগ্য ছিল না তার ব্যাটিং।

অস্ট্রেলিয়ার হয়ে এখন ওয়ানডে সিরিজ খেলছেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পেয়েছেন রানও। টপ অর্ডারে নেমে ৭৮ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের দেওয়া ২৮৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ডানহাতি এই ব্যাটার দলকে ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখে জিতিয়েই মাঠ ছাড়েন। সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

এই জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন স্মিথ। সেখানে এই ব্যাটার জানিয়েছেন, তিনি গত ছয় বছরে এই প্রথমবার ভালো অনুভব করেছেন ব্যাটিং। এটিই তার সেরা ইনিংস ছিল। মূলত এই সময়টাতে ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিনি। যার ফলে আগে যেরকমটা ছন্দে ছিলেন ২০১৫ সালের দিকে, সেরকমই ব্যাট করেছেন এই ম্যাচে।

স্মিথ বলেন, ‘গেল ছয় বছরে সম্ভবত এবারই খুব ভালো অনুভব করছি আমি। দারুণ ছন্দে ছিলাম, ভালো লাগছে অনেক। সত্যি বলতে গেল ছয় বছরে এতোটা ভালো লাগেনি। ওই সময়ে কিছু রান করতে পেরে খুব ভালো লেগেছে। আমরা সবসময় সঠিকভাবে সবকিছু করতে চাই, আমিও তেমনটা করতে চেয়েছি।’

অভিজ্ঞ এই ক্রিকেটার আরও বলেন, ‘বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি আমি। এটা ছয় থেকে ১২ মাসের প্রক্রিয়া ছিল। গেল গ্রীস্মে আমি সেটাই করতে চেয়েছিলাম, যেভাবে আমি ২০১৫ সালে ব্যাটিং করতাম। ওই সময়ে আমি যেভাবে খেলতাম, পা এবং হাতের সমন্বয়টা ঠিক সেভাবে খুঁজে পেয়েছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here