স্পোর্টস ডেস্কঃ বেশ বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর সেই স্বপ্নে ধাক্কা লাগাটা খুব স্বাভাবিক। আফগানিস্তানের বিপক্ষে জয়ে আসর শুরু করা সাকিব আল হাসানরা পরের দুই ম্যাচেই হেরেছে। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ড ম্যাচেও বড় হার সঙ্গী হয়েছে তাদের।
ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের হারের পর বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান এখনও বিশ্বাস রাখছেন। সেমিফাইনালে খেলা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে মিক্সড জোনে দাঁড়িয়ে মুস্তাফিজ বলেন, ‘দেখুন অসম্ভব কিছুই না। আমরা তো ৬ ম্যাচে ৬টাই জিততে পারি।’
আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা দুই হারে বাংলাদেশ দলের আবহ কেমন, তা জানতে চাইলে মুস্তাফিজ বলেছেন, ‘বেশি আফসোস করলে হবে না। হাতে এখনো ছয়টা ম্যাচ আছে।’
সে জন্য বাংলাদেশ দলের কী করণীয়, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন মুস্তাফিজ, ‘আমরা ভালো করার সুযোগ খুঁজছি, কী করলে আমরা ভালো করতে পারব। সবাই মিলে কথা বলছিলাম, কী করলে ভালো করতে পারি।’
বাংলাদেশের পরের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। আগামী বৃহস্পতিবার ম্যাচটি হবে পুনেতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post