নিজস্ব প্রতিবেদক:: ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইংল্যান্ড সিরিজের সূচী প্রকাশ করেছে। ইংলিশরা তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলবে বাংলাদেশ সফরে।
আগামি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় পা রাখবে ইংল্যান্ড দল। মার্চের প্রথম দিন থেকে শুরু হবে সিরিজ। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয়ে টি-২০ দিয়ে শেষ হবে দুই দলের লড়াইয়ে। ঢকা এবং চট্টগ্রামে হবে ইংলিশ সিরিজের ম্যাচ।
ছয় ম্যাচের মধ্যে দু’টি ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকী চারটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দুই ওয়ানডের সঙ্গে শেষের দুই টি-২০ ম্যাচও হবে ঢাকায়।
সূচী অনুযায়ী ১ মার্চ প্রথম ওয়ানডে হবে মিরপুরে। একই ভেন্যুতে ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ। এরপর শুরু হবে টি-২০ সিরিজ। সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ৯ মার্চ হবে সাগরিকায়। এরপর সিরিজ আবার ফিরবে ঢাকায়। ১২ মার্চ হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। ১৪ মার্চ হবে সিরিজের শেষ টি-২০ ম্যাচটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০