স্পোর্টস ডেস্কঃ আফ্রিকান নেশনস কাপের (অ্যাফকন) ৩৪তম আসরে শেষ ষোলো থেকে বাদ পড়ে মিশর। আর টুর্নামেন্ট থেকে বাদ পড়তেই কোচ ছাঁটাই করল ৭ বারের আফ্রিকান চ্যাম্পিয়নরা। এবারের আসরে শেষ ষোলোয় ডিআর কঙ্গোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তারা।
ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এক বিবৃতিতে জানায়, কোচ রুই ভিতোরিয়াসহ তাঁর কোচিং স্টাফে থাকা সব সদস্যের সঙ্গেই চুক্তিতে ইতি টানা হয়েছে। শেষ ষোলোয় খেলা মিশর গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি। মোজাম্বিক, ঘানা ও কেপ ভার্দের সঙ্গে তিনটি ম্যাচেই ২-২ গোলে ড্র করে।
২০২২ সালে মিশরের দায়িত্ব নেন রুই ভিতোরিয়া। চার বছরের চুক্তি অনুসারে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার কথা পর্তুগিজ এই কোচের। শুরুটা ভালোও করেছিলেন তিনি। ভিতোরিয়ার অধীনে প্রথম ১৪ ম্যাচের ১২টিতেই জয় পায় মিশর। কিন্তু মোহাম্মদ সালাহদের দলটি আফ্রিকান কাপ অব নেশন্সে কাঙ্ক্ষিত ফল পায়নি। যার কারণেই তাকে ছাঁটাই করেছে ইএফএ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post