নিজস্ব প্রতিবেদক: আজ ছাতক নরসিংহপুর ঘিলাছড়া কলেজ মাঠে জৈন্তাপুর ইউএসকেবিসি রাইডার্স বনাম ছাতক শেষ স্মৃতি ক্রিকেট ক্লাবের মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে জয় লাভ করে ছাতক শেষ স্মৃতি ক্রিকেট ক্লাব।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে স্বাগতিক শেষস্মৃতি ক্রিকেট ক্লাব ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৭ রান। সফরকারী ইউএসকেবিসি রাইডার্স জৈন্তাপুরের পক্ষে নাজিম ৬ উইকেট লাভ করে।
১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইউএসকেবিসি রাইডার্সের ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বচ্ছ জুয়েল ২৬ রান করেন। ফলে স্বাগতিক শেষস্মৃতি ক্রিকেট ক্লাব ৪৬ রানে জয় লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী পর্বে শেষ স্মৃতি ক্রিকেট ক্লাবের সভাপতি কয়েস আহমেদ জৈন্তাপুর ইউএসকেবিসি রাইডার্স দলের আগমনে এরকম প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার কারনে তাদেরকে ধন্যবাদ জানান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১১০