নিজস্ব প্রতিবেদকঃ উচ্ছ্বাস আর আনন্দে ভাসছে গোটা বাংলাদেশ। এর মধ্যে রাজধানী ঢাকায় এর প্রভাব ব্যাপক। সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আর সেই দলকে রাজসিকভাবে বরণ করে নেওয়া হচ্ছে।
দক্ষিণ এশিয়ার বিজয়ীদের জন্য ব্যবস্থা করা হয়েছে ছাদখোলা বাসের। যে বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাচ্ছেন নারী ফুটবলাররা। উদযাপন করতে করতে ফুটবলাররা রাস্তার দুই পাশের জনসাধারণের কাছ থেকে অভিবাদন গ্রহণ করছেন।
তবে এমন উৎসবের মাঝেও দেখা গেল দুঃসংবাদ। অসুস্থ হয়ে পড়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। অতিরিক্ত গরমে অস্থিরতার পাশাপাশ, মাথায়ও আঘাত পেয়েছেন বলে জানা গেছে। পরবর্তীতে টিম বাস থেকে দ্রুতই নামিয়ে ঋতুপর্ণাকে অ্যাম্বূলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা