স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর থেকে ছিটকে গেছেন কমলেশ নাগরকোটি। পিঠের চোটে আইপিএলে আর খেলা হচ্ছে না এই পেসারের। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সেই খবর।
যদিও এই নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো খবর জানায়নি দিল্লি ক্যাপিটালস শিবির। তবে ভেতরের খবর ইতিমধ্যেই আসর শেষ কমলেশের, সেটা নিশ্চিত। বেশ কিছুদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন তিনি। দিল্লির হয়ে একটি ম্যাচের একাদশেও খেলার সুযোগ হয়নি কমলেশের।
এদিকে কমলেশের পরিবর্তে একজন ব্যাটার নেওয়ার পরিকল্পনা করছে দিল্লি শিবির। এর জন্য দলটি নিজেদের ক্যাম্পে ডেকেছে দুই ক্রিকেটার প্রিয়ম গার্গ ও অভিমন্যু ঈশ্বরণকে। এই দুজনের থেকে একজনকে মূল দলে নেওয়া হবে কমলেশের পরিবর্তে।
যদিও এই বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেতে অপেক্ষা করতে হবে দিল্লি ক্যাপিটালসের বিবৃতির পর। মূলত দলে পেস বোলার অসংখ্য। সেই তুলনায় দিল্লি শিবিরে ব্যাটারদের সংখ্যা কমই আছে। যার ফলে ব্যাকআপ ব্যাটারের দিকে ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা