ছিটকে গেছেন চামিরা, শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে থুসারা

0
42

স্পোর্টস ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট থেকে পর্দা ওঠতে যাচ্ছে এবারের এশিয়া কাপ আসরের। টি-টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে এই আসর। তবে আসরকে সামনে রেখে একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে।

ইনজুরিতে একের পর এক তারকা ক্রিকেটাররা ছিটকে যাচ্ছেন আসর থেকে। ভারতের যশপ্রীত বুমরাহ, হার্ষাল প্যাটেল, পাকিস্তানের শাহীন আফ্রিদি, বাংলাদেশের লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, হাসান মাহমুদ ছিটকে গেছেন আসর থেকে।

এবার ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা পেসার দুশমন্ত চামিরা। অনুশীলনের সময় বাম পায়ে চোট পান চামিরা। যার ফলে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না এই পেসারের। চামিরার বদলি অবশ্য ইতিমধ্যেই ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

পেসার নুয়ান থুসারাকে দলে নিয়েছে এসএলসি। ২৮ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত মাত্র ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। শিকার করেছেন মাত্র ২টি উইকেট। ইকোনোমি রেট ৯.৭০। এর বাইরে আর কোনো ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। এদিকে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৭ ম্যাচ খেলে ৫৬ ইনিংসে ৭.৭৫ ইকোনোমিতে বল করে ৭১টি উইকেট শিকার করেছেন থুসারা।

এশিয়া কাপে শ্রীলঙ্কা দল
দাসুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, প্রবীন জয়াবিক্রমা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো, চামিকা করুণারত্নে, দিলশান মধুশঙ্কা, মাথিশা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়ান্দু ফার্নান্দো ও কাসুন রাজিথা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here