স্পোর্টস ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। তবে শেষ মূহুর্তে শোনা যাচ্ছে কিছু দুঃসংবাদ। বেশ কিছু ক্রিকেটার ইনজুরিতে ছিটকে যাচ্ছেন। সেই তালিকায় পড়েছে চেন্নাই সুপার কিংসও। দলটির তারকা পেসার কাইল জেমিইসন আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন।
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। তবে আনুষ্ঠানিকভাবে এবার নিশ্চিত করেছে চেন্নাই কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটি সবশেষ নিলামে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে জেমিইসনকে দলে নিয়েছিল। তবে আপাতত এবারের আসরে আর খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের ডানহাতি দীর্ঘদেহী পেসারের।
আর তাই বদলি নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালাকে। ৩২ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডারকে তার নিলামে থাকা ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই। বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস।
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৫ ওয়ানডে খেলে ৬ উইকেট ও ৪ টি-টোয়েন্টি খেলে ৩ উইকেট নিয়েছেন মালাগা। তবে স্বীকৃত ক্রিকেটে সব মিলিয়ে ১২৭ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। যেখানে ১২১ ইনিংসে বল করে ৮ ইকোনোমি রেটে ১৩৬ উইকেট শিকার করেছেন। বোলিংয়ের পাশাপাশি শেষ দিকে কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো ব্যাটিংও পারেন মালাগা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা