স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ার। বুধবার থেকে শুরু হওয়া ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে খেলা হবে না এই ক্রিকেটারের। বিসিসিআই এক বিবৃতিতে আইয়ারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে।
আইয়ার কোমরের ইনজুরিতে ভুগছেন। বিসিসিআই জানিয়েছে, তার ইনজুরি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে এবং ইনজুরি ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো হচ্ছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে রজত পতিদারকে। রঞ্জি ট্রফির চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি।
সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় রান করতে পারেন নি আইয়ার। প্রথম দুই ম্যাচে ২৮ রান করেছিলেন তিনি। শেষ ম্যাচে ৩৮ রান। নিউজিল্যান্ড সিরিজে লোকেশ রাহুল নেই পারিবারিক কারণে। তাই আইয়ারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লাগত। কিন্তু তিনি ছিটকে যাওয়া ভারতের নতুন সমস্যা দেখা দিল!
ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভারত, হার্ডিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রজত পতিদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাহ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীয যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।
Discussion about this post