স্পোর্টস ডেস্কঃ গতবার ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়া আর্সেনাল চলতি মৌসুম শুরু করেছে জয় দিয়ে। কমিউনিটি শিল্ড জেতার পর গত শনিবার ইংল্যান্ডের শীর্ষ লিগে নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারায় মিকেল আর্তেতার দল। আর্সেনালের পরবর্তী ম্যাচ আগামী ২২ অগাস্ট, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
এদিকে মৌসুমের শুরুতে আর্সেনাল শিবিরে বড় ধাক্কা। হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার। কয়েক দিনের মধ্যে তার অস্ত্রোপচার করানো হবে। জানা গেছে নটিংহ্যাম ম্যাচের ৫০তম মিনিটে হাঁটুর নিচের অংশে হাত দিয়ে চেপে ধরে মাঠে বসে পড়েন টিম্বার। খানিক পর মাঠ ছেড়ে যান।
আর্সেনাল বুধবার বিবৃতি দিয়ে জানায়, ডান হাঁটুর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন টিম্বার। কয়েক দিনের মধ্যে তার অস্ত্রোপচার করানো হবে। সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি দলটি। তবে অস্ত্রোপচারের পর এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ৬ মাস সময় লাগে।
গানাররা শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। গত মৌসুমে তারা অনেকটা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ছিটকে গেছে শিরোপার দৌড় থেকে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০