স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ান ওপেনে কোনো লড়াই-ই করতে পারেন নি রাফায়েল নাদাল। বুধবার হেরে গেছেন সরাসরি সেটে। দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে ৬-৪,৬-৩, ৭-৫ গেমে হেরেছেন তিনি। চোট নিয়ে ম্যাচটি খেলেছেন স্প্যানিশ তারকা।
যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জির বিপক্ষে শুরুতেই পথ হারিয়ে ফেলেন শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা নাদাল। হেরে বসেন প্রথম সেটে। পরের সেটে নিজের সার্ভে পয়েন্ট হারানোর পরই নিতম্বে চোট পান ৩৬ বছর বয়সী তারকা। এরপর পেরে ওঠেন নি।
২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের পর এই প্রথমবার টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি বিদায় নিলেন নাদাল। ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনে হারের শোধ তুলে তৃতীয় রাউন্ডে উঠে গেলেন ম্যাকেঞ্জি। নাদালের হারের পর তার স্ত্রী মারিয়া ফ্রাঙ্কিস্কা পেরেলো চোখের পানি ধরে রাখতে পারেননি। পুরো গ্যালারিতে ছিল বিষাদের ছায়া।
Discussion about this post