স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে খেলা হচ্ছে না অ্যানরিখ নরকিয়ার, সেটা আগেই নিশ্চিত ছিল। এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন এই প্রোটিয়া তারকা। ইনজুরির কারণে সিরিজের বাকি দুই ম্যাচে আর খেলা হচ্ছে না এই ক্রিকেটারের।
সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন পিঠের নিচের অংশে চোট পেয়েছিলেন নরকিয়া। যার জন্য তৃতীয় ম্যাচে খেলা হয়নি এই গতি তারকার। এরপর স্ক্যান করানো হয়। স্ক্যানের রিপোর্ট দেখে নরকিয়াকে পুরো সিরিজ থেকেই বিশ্রামের সিদ্ধান্ত হয়। মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
এদিকে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক টেম্বা বাভুমাকে। অ্যাডাক্টর স্ট্রেনের জন্য অজিদের বিপক্ষে এই ম্যাচ খেলছেন না বাভুমা। তার পরিবর্তে অধিনায়কত্ব করছেন এইডেন মার্করাম।
সিরিজের চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরিয়নে মুখোমুখি লড়ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ম্যাচটিতে টস হেরে ব্যাট করছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সবশেষ সংগ্রহ ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৬ রান। কুইন্টন ডি কক ৪০ ও র্যাসি ভ্যান ডার ডুসেন ৫ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post