স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে আয়ারল্যান্ড। আর সেই সিরিজের প্রথম ম্যাচ ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে ইতিমধ্যে। যেখানে হেরেছে আইরিশরা। তবে সেই ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। তবে পরেরটা সুখকর ছিল না তার জন্য।
ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে হাঁকিয়ে ১২১ রানে ব্যাট করছিলেন বালবার্নি। তখন ব্র্যাড ইভান্সের একটি লো ফুলটস বলে ব্যাটের কানায় লেগে তার হেলমেটে আঘাত হানে। এরপর আর খেলা হয়নি তার। মাথায় আঘাত খানিকটা গুরুতর হওয়ায় এবার সিরিজ থেকেই ছিটকে গেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডেতে দেখা যাবে না বালবার্নিকে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার মারে কমিন্সকে। এছাড়া বালবার্নির পরিবর্তে কে অধিনায়কত্ব করবেন, সেটাও চূড়ান্ত। পল স্টার্লিং নেতৃত্ব দেবেন আইরিশ দলকে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি লড়াইয়ে নামবে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আর শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post