নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চার জয়ে উড়ছে সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টের নবাগত ফ্র্যাঞ্চাইজিটি ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পয়েন্ট টেবিলের। তবে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন দলটির জন্য বড় দুঃসংবাদ।
দলের ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয় দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন বিপিএল থেকে। আঙ্গুলের ইনজুরিতে তার খেলা হচ্ছে না আপাতত। আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
মূলত মঙ্গলবার রাতে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১২ তম ওভার করছিলেন পেসার রেজাউর রহমান রাজা। আর সেই ওভারের দ্বিতীয় বলে পয়েন্টে ফিল্ডিং করতে গিয়ে বাম হাতের আঙ্গুলে চোট পান হৃদয়। আঙ্গুল ফেটে রক্ত পড়তে দেখা যায় তার। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাতে সেলাই লাগে ৮টি।
এছাড়া নতুন দুঃসংবাদও শোনানো হয়। আঙ্গুলের ইনজুরির কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন হৃদয়। যা কিনা সিলেটের জন্য বড় দুঃসংবাদ। কেননা দলটির চার ম্যাচের তিনটিতেই ম্যাচ সেরা হৃদয়। যেই ম্যাচ থেকে ছিটকে গেছেন, সেই ম্যাচেও খেলেছেন ৪৬ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। যা কিনা এবারের বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। ম্যাচ সেরার পুরষ্কার উঠেছে।
এর বাইরে এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও হৃদয়। তিন ফিফটিতে রান করেছেন ১৯৫। বিধ্বংসী ব্যাটিংয়ে আলো ছড়াচ্ছেন। টপ অর্ডারে নেমে তুলোধুনো করছেন বোলারদের। ত্রাস হয়ে উঠেছিলেন। এবার ছিটকে গেলেন লম্বা সময়ের জন্য। যা কিনা বড় দুঃসংবাদ সিলেটের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post