স্পোর্টস ডেস্কঃ দল হিসেবে ভালো করতে পারছে না চেলসি। এবার ইংলিশ ক্লাবটিতে নতুন দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। এই ব্রাজিলিয়ান তারকা ছিটকে গেছেন মাঠের বাইরে।
মূলত হাঁটুর চোটে পড়েছেন সিলভা। এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি কর্তৃপক্ষ। তবে ঠিক কবে মাঠে ফিরতে পারবেন সিলভা, সেই বিষয়ে কিছু জানায়নি দলটি।
গেল রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে খেলতে গিয়ে পায়ে চোট পান সিলভা। ম্যাচের মাত্র ১৯তম মিনিটেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। সেই ম্যাচে ২-০ গোলে হার দেখে চেলসি। এবার সেই চোটে ছিটকে গেলেন ৩৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।
এবারের মৌসুমে সব মিলিয়ে ২৭টি ম্যাচ খেলেছেন সিলভা। তবে এই তারকাকে হারিয়ে দলটিকে বেশ সমস্যা পোহাতে হবে। কেননা দল হিসেবে রীতিমতো দুঃসময় কাটাচ্ছে ইংলিশ ক্লাবটি। ব্লুজ’রা নিজেদের সবশেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে। প্রিমিয়ার লিগে দশম স্থানে আছে তারা। নামের পাশে ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post