স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটলে গেছেন ইংল্যান্ডের পেসার রিস টপলি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময়ে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। চোট এতটাই গুরুতর যে সেই ম্যাচের ব্যাটিংয়ে নামাই হয়নি তাঁর। গতকাল (রোববার) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টপলির ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে।
বদলি ক্রিকেটার হিসেবে ব্রাইডন কার্সকে দলভুক্ত করেছে ইংল্যান্ড। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি কার্সকে টপলির বদলি হিসেবে অনুমোদন দিয়েছে, নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইংল্যান্ডের হয়ে ১২টি ওয়ানডে খেলা কার্স অনেকটা অপ্রত্যাশিতভাবেই ডাক পেয়ে গেলেন বিশ্বকাপ দলে। ব্যাকআপ পেসার হিসেবে জফরা আর্চার থাকলেও তিনি পুরোপুরি ফিট না থাকায় তাকে নেওয়া হয়নি টপলির বদলি হিসেবে।
গত শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ব্যবধানে হারা ম্যাচের সপ্তম ওভারে রাসি ফন ডার ডুসেনের স্ট্রেট ড্রাইভ ঠেকাতে গিয়ে বোলিং হাতের মধ্যমা আঙুলে চোট পান টপলি। মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে ওভার শেষ না করেই ড্রেসিংরুমে ফিরে যান। পরে আঙুলে ব্যান্ডেজ বেঁধে আবারও মাঠে নেমে বল করেন, ওই ওভারে নেন উইকেটও।