স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছে আর্সেনাল ও ম্যানসিটির। একবার আর্সেনাল, আরেকবার ম্যানসিটি। এভাবে দুই দলের শীর্ষস্থান দখলের লড়াই বেশ জমে উঠেছে। ম্যানচেস্টার সিটি ছুটে চলছে হালান্ডের গোলে।
ম্যানসিটির জার্সি গায়ে তুলার পর থেকেই ছুটছেন হালান্ড। একের পর এক গোল করেই চলছেন। উলভারহ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে ম্যানসিটি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। যথারীতি গোল আছে হালান্ডের।
উলভারহ্যাম্পটন রাতের ম্যাচটিতে কোনো সুবিধাই করতে পারেনি। প্রথমার্ধেই পিছিয়ে পড়া দলটি তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি ম্যানসিটির বিপক্ষে। প্রথমার্ধের দুই গোর আর দ্বিতীয়ার্ধের এক গোলে ৩-০ গোলের জয় নিয়ে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে সিটি।
ম্যাচের শুরুতেই ম্যানসিটি লিড নেয়। জ্যাক গ্রিলিশের গোলে ১-০ গোলে প্রথম মিনিটেই এগিয়ে যাওয়া দলটি বিরতির আগেই ব্যবধান বাড়িয়ে নেয়। ম্যাচের ১৬তম মিনিটে আর্লিং হালান্ডের গোলে ব্যবধান ২-০ করে সিটি। এগিয়ে থেকেই বিরিততে যায় দলটি।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে উলভারহ্যাম্পটন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে সফল হয়নি দলটি। ম্যাচের ৬৯তম মিনিটে ফিল ফোডেনের গোলে ৩-০ ব্যবধান করে সিটি। ম্যাচের বাকী সময় কোনো দল আর গোলের দেখা পায়নি। ৩-০ গোলের জয়ে শীর্ষ স্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে ম্যানসিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০