স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের পর থেকেই লম্বা ছুটিতে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ সাউথ আফ্রিকান অ্যালান ডোনাল্ড। নিউজিল্যান্ড অবস্থানরত বাংলাদেশ দলের সঙ্গেও তিনি এখনো যোগ দিতে পারেননি। ইতিমধ্যেনিউজিল্যান্ডে পৌঁছা গেছে টাইগাররা।
বাংলাদেশ দল পেস বোলিং কোচকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগেও পাচ্ছে না। আগামি ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। মূলত ফ্লাইট জঠীলতায় ডোনাল্ড নিউজিল্যান্ডে দলের সাথে যোগ দিতে পারছেন না।
বাংলাদেশ, নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে পাকিস্তান। বাবর আজমদের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুুতির এই সিরিজ শুরু হবে। বাংলাদেশ টি-২০ অধিনায়ক সাকিবও এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তিনি আগামিকাল ক্রাইস্টচার্চে যাবেন।
অ্যালান ডোনাল্ডের গত শনিবারই নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিলো। তবে সেদিন ফ্লাইট বাতিল হওয়ায় তার যাওয়া হয়নি। ৭ অক্টোবরের ম্যাচের আগেও যাওয়া হচ্ছে না। কারণ এখনি টিকিট হয়নি তার। তিনি আশা করছেন দ্বিতীয় ম্যাচের আগেই নিউজিল্যান্ডে পৌঁছে যাবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০