ছুটি কাটিয়ে জাতীয় দলের অনুশীলনে ফিরলেন তাওহীদ হৃদয়

0
86

স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল খেলে দেশে আসা তাওহীদ হৃদয় ছুটি কাটিয়ে জাতীয় দলের এশিয়া কাপের ক্যাম্পে যোগ দিয়েছেন। এলপিএলের মাঝপথেই দেশে ফিরে আসেন বাংলাদেশের এই তরুণ তারকা।

দেশে ফিরে কয়েক ছুটিতে ছিলেন তাওহীদ হৃদয়। বুধবারই তিনি এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে যোগ দেন। এদিন তিনিই ছিলেন অনুশীলনে সবার মধ্যমণি। সতীর্থদের সঙ্গে বেশ হাসি-খুশি দেখা যায় এই তরুন ব্যাটারকে।

লঙ্কা প্রিমিয়ার লিগে দারুণ ব্যাটিং করেছেন। মন জিতেছেন লঙ্কানদের। তবে মাঝ পথেই ফিরে আসতে হয় তাকে। কিন্তুু কারণে মাঝপথে ফিরে এসেছেন সেটি অবশ্য জানা যায়নি। দেশের বাইরে প্রথমবার খেলতে গিয়েই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।

জাতীয় দলের ক্লোজডোর অনুশীলন হয়েছে বুধবার। ছোট্ট টিম মিটিং দিয়ে শুরু হওয়া অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগের অনুশীলন হয়েছে নিবিড় ভাবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here