স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর রেকর্ড গড়া সেঞ্চুরিতে পাহাড়সম পুঁজি পেয়েছে বাংলাদেশ। লাহোরে আগে ব্যাট করা টাইগারদের সংগ্রহ ৩৩৪ রান। ১১৯ বলে সর্বোচ্চ ১১২ রান আসে মিরাজের ব্যাটে। শান্ত ১০৫ বলে করেন ১০৪ রান।
ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করে নিজের সদ্যজাত ছেলেকে সেটি উৎসর্গ করেছেন শান্ত। গত ২৫ আগস্ট পুত্র সন্তানের বাবা হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। যে কারণে সদ্য জন্মানো নিজের প্রথম সন্তানকে সেঞ্চুরি উৎসর্গ করেছেন তিনি। শতক হাঁকানোর পর দেখা গেছে তেমনই উদযাপন।
সেঞ্চুরিতে পৌঁছাতে শান্তর খেলতে হয়েছে ১০১ বল। ১০৪ রানে রান আউট হয়ে তাঁর ইনিংসে সমাপ্তি হয়েছে। তাঁর ইনিংস জুড়ে ছিল ২টি ছক্কা ও ৯টি চারের মার। এর আগে সেঞ্চুরতে পৌঁছতে মুজিব উর রহমানের ডেলিভারি মিড অনে ঠেলে এক রান নেন তিনি। এরপর ব্যাটটাকে কোলে নিয়ে শান্ত যে ভঙ্গি করলেন, তাতে বোঝা যায় যে সেঞ্চুরিটা পুত্রসন্তানকে উৎসর্গ করেছেন।
ইনিংস শেষে শান্ত বলেন, ‘এই সেঞ্চুরি আমি আমার ছেলেকে উৎসর্গ করছি। আমরা দুই উইকেট (হারানো) নিয়ে চিন্তিত ছিলাম না। আমরা পরিস্থিতি এবং বলের যোগ্যতা অনুযায়ী খেলেছি। এটি ভালো একটি টুর্নামেন্ট এবং চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। এটা আমাকে বেশ সাহায্য করেছে। এটিই আমাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে সাহায্য করে। কারণ অনেক বিদেশী খেলোয়াড় এখানে খেলে।’
এর আগে গত ২৫ আগস্ট শান্ত ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আমি ছেলেসন্তানের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ। মা এবং সন্তান দুজনেই ভালো আছে। আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।’ শান্ত ও রত্নার ২০২০ সালের জুনে বিয়ে হয়। তখন দেশে করোনার মহামারী। বিয়ের প্রায় তিন বছর পর প্রথম সন্তানের বাবা-মা হলেন তারা। তাদের দু’জনেরই বাড়িই রাজশাহীতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০