‘ছেলেদের স্বাধীনতা দিতে চাই, যেন মাঠে নিজেদের মেলে ধরতে পারে’

0
91

নিজস্ব প্রতিবেদকঃ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বদৌলতে ক্রিকেটে এসেছে বিরাট পরিবর্তন। এখন সবাই আক্রমণাত্বক ক্রিকেটের দিকে ঝুঁকছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশও আক্রমণাত্বক ক্রিকেট খেলছে। ইংল্যান্ড সিরিজ থেকেই নতুন ধারার এই ক্রিকেটে অভ্যস্ত হচ্ছে টাইগাররা। এরপর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষেও দেখা মিলেছে একই ক্রিকেট।

এবার আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও একই ধারা ধরে রাখতে চায় টিম ম্যানেজম্যান্ট। একইসাথে চলতি বছর ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এমনভাবেই ছক কষছে বাংলাদেশ দল। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছেলেদেরকে স্বাধীনতা দিয়ে খেলাতে চান হাথুরুসিংহে। তবে পাশাপাশি আক্রমণাত্বক ক্রিকেটের মূল সংজ্ঞাও বুঝিয়েছেন তিনি।

হাথুরুসিংহে বলেন, ‘সব সময় আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা থাকবে আমাদের। এর মানে এটা না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যাই করি না কেন ইতিবাচক মানসিকতা নিয়ে করতে হবে।’

‘এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা, সেটা দল বাছাই হোক কিংবা ফিল্ডার জায়গা কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদেরকে স্বাধীনতা দিতে যাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদেরকে মেলে ধরতে পারে।’ যোগ করেন লঙ্কান কোচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here