স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন। সাবিনাদের এই কোচ ক্ষোভে-অভিমানে বাফুফে ছাড়েন। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির অত্যাচারে অনেকটা অতিষ্ঠ হয়ে পড়ছিলেন তিনি।
ছোটনের কাজে হস্তক্ষেপ, সাফল্যের কৃতিত্ব নেওয়া থেকে শুরু করে দেশের ফুটবলের অভিজ্ঞ এই কোচকে জবাবদিহীতার আওতায় আনার চেষ্টা করতেন স্মলি। অভিমানে শেষ পর্যন্ত বাফুফের চাকরিই ছেড়ে দেন গোলাম রব্বানী ছোটন।
তবে সেই পল স্মলিই থাকলেন না বাফুফেতে। ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন এই বিদেশী। নিজের পদত্যাগ নিয়ে জানিয়েছেন, বাফুফের কাজে তিনি সন্তুুষ্ট নয়, তাই পদ ছাড়ছেন।
নিজের পদত্যাগ নিয়ে পল স্মলি সাংবাদিকদের বলেন,, ‘ফিফার নিষেধাজ্ঞায় বলা আছে বাংলাদেশে স্ট্রাকচার সঠিক নয়, সঠিকভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় না। তাই সিদ্ধান্ত নিয়েছি এখানে কাজ করা ঠিক হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post