নিজস্ব প্রতিবেদকঃ একজন পেস বোলার হিসেবেই মৃত্যুঞ্জয় চৌধুরিকে চিনে সবাই। বাঁহাতি পেসে আলো ছড়িয়েছেন এই ক্রিকেটার। তবে আদতে মৃত্যুঞ্জয়ের পরিচয় এটি নয়। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বেশ দক্ষ তিনি। তবে বল হাতে আলো ছড়িয়ে যতটা আলোচনায় এসেছেন, সেভাবে ব্যাট হাতে কিছু করতে পারেননি।
আর তাই অলরাউন্ডার পরিচয় ছাপিয়ে, মৃত্যুঞ্জয় এখন কেবলই একজন বোলার। তবে মৃত্যুঞ্জয়ের চেষ্টা অলরাউন্ডার হওয়ার। তিন দিনের অনুশীলন ক্যাম্প করতে এখন সিলেটে অবস্থান করছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো ডাক পেয়ে তিনিও এসেছেন দলের সাথে। প্রথমবারের মতো দলের সদস্য হিসেবে অনুশীলন করেছেন।
অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটিং নিয়ে কাজ করতে দেখা গেছে মৃত্যুঞ্জয়কে। অনুশীলনের শেষভাগে সেন্টার উইকেটে ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিনি। দলের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে যখন গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন মৃত্যুঞ্জয়, তখন এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল তাকে বোলার হিসেবে চেনে সবাই। ব্যাটিং নিয়ে আলাদা কী কাজ করছেন মৃত্যুঞ্জয়।
সেই প্রশ্নের উত্তরে মৃত্যুঞ্জয় জানিয়েছেন, ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল অলরাউন্ডার হওয়ার। বল হাতে পরিচিতি পেলেও, ব্যাট হাতে পারেননি। তবে আশা করছেন সামনে ব্যাট হাতেও সামনে ভালো কিছু করতে পারবেন।
মৃত্যুঞ্জয় বলেন, ‘অবশ্যই পরিকল্পনা আছে। কারণ আমি ছোটবেলা থেকে যখনই খেলা শুরু করেছি, একজন ভালো অলরাউন্ডার হওয়ার ইচ্ছে ছিল। হয়তো বোলিংটা ওইভাবে ক্লিক করেছে, এই কারণেই সবাই বোলার হিসেবে চিনে। ব্যাটিংটাও ভালো আছে, কিন্তু এখনও ওইভাবে ক্লিক করতে পারি নাই। আশাবাদী আছি যেদিনই ক্লিক করবে, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।’
প্রথমবারের মতো দলে জায়গা পাওয়া এবং অনুশীলন করেও, বেশ উচ্ছ্বসিত মৃত্যুঞ্জয়। এই নিয়ে তার ভাষ্য, ‘এটা আমার জন্য রোমাঞ্চকর মূহুর্ত। এর আগে সিনিয়র খেলোয়াড় সাথে এভাবে অনুশীলন করা হয়নি। এটা আমার জন্য অনেক বড় অর্জন। আজ অনেক ভালো লাগছিল।’
দলে জায়গা ধরে রাখতে কঠোর পরিশ্রম দিয়ে চেষ্টা করবেন মৃত্যুঞ্জয়। তিনি বলেন, ‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব প্রথমত। কারণ, আমি যদি আমার সেরাটা দিতে পারি, তবে হয়তোবা ভালো কিছু আসবে। কিন্তু, পারফম্যান্সের দিক থেকে সব কিছু একটা খেলোয়াড়ের হাতে থাকে না। কঠোর পরিশ্রম এবং আগ্রহটা আমার হাতে আছে। বাকিটুকু যদি আল্লাহ লিখে রাখেন, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post