‘ছোটোবেলার স্বপ্ন পূরণ করে আমি বার্সা ছেড়ে যাচ্ছি’

0
96

স্পোর্টস ডেস্কঃ বার্সার মাঠে বিদায়ী ম্যাচ খেলে ফেললেন সার্জিও বুস্কেটস। রোববার লিগের ৩৭তম রাউন্ডে মায়োর্কার বিপক্ষে ৩ গোলের জয় পায় কাতালানরা। এই ম্যাচ দিয়ে বার্সা ক্যারিয়ারের ইতি টানলেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ১০ জনের প্রতিপক্ষকে প্রথমার্ধে জোড়া গোল করেন আনসু ফাতি। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান গাভি।

বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন বুস্কেটস। বার্সার অধিনায়ক জানিয়েছেন, শৈশবের ক্লাবে খেলে স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। বিদায়ী বক্তব্যে কাতালানদের অধিনায়ক বলেছেন, ‘ছোটবেলাতেই স্বপ্ন দেখেছি, একদিন আমি এই স্টেডিয়ামে খেলব। এবার এখানে দাঁড়ি পড়ে গেল। এখন আমি চলে যাচ্ছি। তবে যে স্বপ্ন দেখেছিলাম, সে পূরণ করেই যাচ্ছি। যেখানেই গিয়েছি, মনে হয়েছে এটা বিশ্বসেরা ক্লাব। এই গৌরব পৃথিবীর কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না।’

চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ, লা লিগা—দুটো মেজর শিরোপা জিতেছে বার্সেলোনা। সেলতা ভিগোর বিপক্ষে আগামী ৪ জুন এই মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা। বালাইদোস স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এরপরই ক্লাব ছাড়বেন বুস্কেটস। আপাতত ৩৭ ম্যাচে ২৮ জয় ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮৮। ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৪৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে মায়োর্কা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here