স্পোর্টস ডেস্কঃ এখনও অনেকটা সময় বাকি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী ২০২৩ সালের আসর নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আগামী আসরে পুনরায় ফিরতে যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের জৌলূস।
এবার জানা গেলে আইপিএলের আগামী আসরের নিলামের সময়ও। ভারতের বিভিন্ন গণমাধ্যম ও ক্রিকবাজের প্রতিবেদনে বলা হচ্ছে, ডিসেম্বরে বসতে যাচ্ছে নিলাম। সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে ১৬ ডিসেম্বরকে।
তবে এবারের নিলাম, গেল বারের মতো বড় করে হবে না। ছোট পরিসরেই আয়োজিত হবে। এছাড়া বেড়েছে নিলামে খরচ করা অর্থের পরিমাণও। আগে ৯০ কোটি রুপি খরচ করা যেতে সর্বোচ্চ, একটি দল গঠনে। সেটা ৫ কোটি বেড়ে ৯৫ কোটি রুপিতে দাঁড়িয়েছে।
দলগুলো যত জন ইচ্ছা, পূর্বের আসর থেকে ধরে রাখতে পারবে। তবে নিলামে অংশ নিতে হলে, অন্তত ৫ কোটি রুপি হাতে থাকতে হবে পূর্বের দল গঠন থেকে। সেক্ষেত্রে চাইলে খেলোয়াড় ছেড়েও দিতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এদিক নিলামের আগে খেলোয়াড় অদল-বদলের সুযোগও থাকছে। বিসিসিআই একটি সময় বেঁধে দেবে। ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সেই সময়ের মাঝে খেলোয়াড় অদল-বদল করতে পারবে নিজেদের মাঝে। ধারণা করা হচ্ছে নিলামের সপ্তাহখানেক আগেই ট্রান্সফার উইন্ডো খূলে দেওয়া হবে। সব ঠিক থাকলে আগামী ২০২৩ সালের মার্চের শেষ দিকে শুরু হবে আইপিএলের ১৬তম আসর। এবার দুই মাস ব্যাপী চলবে আসর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা