স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারী বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অবশেষে শুরু হচ্ছে। বৃষ্টির কারণে রাত ১১ টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচ্ছে রাত সোয়া ১টায়।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। মাহমুদউল্লাহ রিয়াদের দলকে ব্যাটিং করতে হবে আগে। বৃষ্টি কমিয়ে দিয়েছে ম্যাচের ওভার। ২০ ওভারের ম্যাচটি অনুষ্টিত হচ্ছে ১৬ ওভারে।
প্রায় ৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচটি নিয়ে বাংলাদেশ টি-২০ একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। তরুণ ব্যাটার মুনিম শাহরিয়ার, পেসার শরিফুল, মুস্তাফিজরা আছেন একাদশে। বিজয় সবশেষ টি-২০ ম্যাচ খেলে ছিলেন ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ:: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মাহদী হাসান, নাসুম আহমদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০