নিজস্ব প্রতিবেদক: সিলেটে আন্ত:উপজেলা কাপ জেলা প্রশাসক ফুটবল ফুটবল টুর্ণামেন্টের অংশ নিচ্ছে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা ফুটবল দল।
২৭ অক্টোবর সন্ধ্যা ৬ টায সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে ওসমানীনগর উপজেলা ফুটবল দলের মুখোমুখি হবে দল।
আজ রোববার পর্যন্ত জকিগঞ্জ উপজেলা ফুটবল দলের কোচ, ম্যানেজার নিয়োগ দেওয়া হয়নি। তবে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবেক চেয়ারম্যান আবু জাফর রায়হানের অধীনে অনুশীলন করছেন প্রাথমিক দলে থাকা ফুটবলাররা।
প্রাথমিক দলে থাকা ২৫ জন ফুটবলারকে নিয়ে প্রতিদিন বিকালে অনুশীলন চলছে। সদর উপজেলার সোনাতলা মাঠে অনুশীলন করছেন ফুটবলাররা।
প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা হলেন, সুহেল আহমদ, কাউসার, বাবু, আরিফ, নাজিম, মনা, শুয়াইব, কামরুল, বাচ্চু, তানভীর, আজাদ, কবির, সাজু, কাজল, আলীম, মিলন, তাসলিম, রুহেল, আবজল, শুভ্র, রাসেল, কামরুল, হিরা, রাসেল, সাগর, জিল্লু, নাজিম, ইকবাল, সাহান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০