জগন্নাথপুরে কলেজে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত

0
32

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যকার এক ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এনিয়ে উভয় দল দু’বার একে অপরের মুখোমুখি হল। দুই বারের দেখায়ই হার মেনে নিতে হয়েছে দ্বাদশ শ্রেণীর খেলোয়ারদেরকে।

বুধবার সকালে কলেজ মাঠে খেলাটি সম্পন্ন হয়েছে। টসে জিতে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে একাদশ শ্রেণীর সংগ্রহ করে ৯৭ রান।

ম্যাচে দ্বাদশ শ্রেণীর জয়ের জন্য করতে হবে ৯৮ রান। ৯৮ রান তাড়া করতে নেমে ৮২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৫ রানে জয় পেয়ে যায় একাদশ শ্রেণী। এনিয়ে দ্বিতীয় হারের স্বাদ পেতে হয়েছে তাদেরকে।

খেলা শেষে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এ্যাসোয়েশনের প্রচার সম্পাদক ও ছাত্রনেতা মো.মুন্না মিয়ার পরিচালনায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ,সুরঞ্জিত সেন ও আব্দুল বাতেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here