জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজের বানিজ্য শাখার ছাত্রদের মধ্যকার এক ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
রোববার দুপুরে জগন্নাথপুর পৌর সদরের আর্দশ ক্রিকেট ক্লাবের মাঠে খেলাটি অনুষ্টিত হয়।
টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারের ১৩৮ রানে ঘুটিয়ে যায় একাদশ শ্রেণীর বানিজ্য শাখার দল। দলের পক্ষে সর্বোচ্চ রান ৭০ সংগ্রহ করেন ফরহাদ আহমদ। ৭০ রান পূর্ণ করার আগে তিনি ৬টি বিশাল ছক্কা ও ৫টি চার হাঁকান।
দ্বাদশ শ্রেণীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পান টপ আরমান।
১৩৮ রান তাড়া করতে নেমে দলীয় ৮৭ রানে অলআউট হয়ে যায় দ্বাদশ শ্রেণীর বানিজ্য শাখার দলটি। ফলে ৫১ রানে জয়ী হয় একাদশ শ্রেণীর বানিজ্য শাখার দলটি।
বাণিজ্য শাখার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান অল রাউন্ডার ফরহাদ আহমদ। ম্যাচ শেষে ফরহাদের হাতে ব্যাট ও বল হাতে ঝলক দেখানোর জন্য ম্যাচ সেরার পুরুস্কার তুলে দেওয়া হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/মুন্না/০০