নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ক্রিকেটের ধ্রুবতারা সাকিব আল হাসান। দেশের এই সুপারস্টারের আজ জন্মদিন। ৩৬তম জন্মদিনে দারুণ এক কাজ করতে যাচ্ছেন এই বাঁহাতি অলরাউন্ডার। নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করতে যাচ্ছেন তিনি।
আজ ২৪ মার্চ, শুক্রবার সেই ক্যান্সার ফাউন্ডেশনের উদ্বোধন করবেন সাকিব। রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিকাল ৪.৩০টায় শুরু হবে সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। যেখানে উপস্থিত থেকে ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের’ যাত্র শুরু করবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সাকিব আল হাসানের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে।
ক্যারিয়ার জুড়ে বিভিন্ন মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন সাকিব আল হাসান। দেশের এই পোস্টারবয় এবার নতুন উদ্যোগ নিয়ে আসছেন। পবিত্র রমজান মাসের প্রথম দিন, তার উপর নিজের জন্মদিন। এমন দিনেই সাকিব শুরু করছেন নতুন যাত্রা।
একদিন আগেই সাকিব আল হাসান ছিলেন সিলেটে। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন। সিরিজের ট্রফি জেতার ২৪ ঘন্টা না পেরোতেই নতুন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রায় প্রতিদিনই খেলার জন্য মাঠে এবং মাঠের বাইরে ব্যবসায়িক বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছেন। যার জন্য দুবাই-ঢাকা-সিলেট-ঢাকা-সিলেট-ঢাকা, এভাবে করেই চলছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post