জন্মদিনে ১৫ হাজার রান পূর্ণ হলো তামিমের

0
95

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ৩৩ বসন্ত পেরিয়ে ৩৪ বছরে পদার্পণ করেছেন। ১৯৮৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই তারকা ওপেনার। বাংলাদেশের ক্রিকেট গৌরবগাথার অনেক অধ্যায়ই রচিত হয়েছে তার ব্যাটে। তামিমের জন্ম চট্টগ্রামে। তার বাবার নাম ইকবাল খান, মা নুসরাত খান ইকবাল।

জন্মদিনে দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ হলো এই বাঁহাতি ওপেনারের। মাইলফলক স্পর্শের জন্য তামিমের প্রয়োজন ছিল ১৪ রান। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের নবম ওভারে সেটি স্পর্শ করেন তিনি। আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন তামিম।

অবশ্য মাইলফলক ছোঁয়ার পর খুব বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ব্যক্তিগত ২৩ রানে পড়েছেন রানআউটের ফাঁদে। গ্রাহাম হিউমকে শর্ট ফাইনে খেলেন লিটন দাস। অপর প্রান্তে থাকা তামিম এক রানের ডাক দিয়ে দৌড় দেন। কিন্তু তিনি পৌঁছানোর আগেই সেখানে থাকা ফিল্ডার মার্ক অ্যাডায়ার সরাসরি থ্রো করে ভেঙে দেন উইকেট। আউটের আগে ৪ চারে ৩১ বলে ২৩ রান করেন তামিম।

তিন সংস্করণ মিলিয়ে ৪৪৪ ম্যাচে ৩৫.৪৬ গড়ে ১৫ হাজার ৯ রান হলো তামিমের। যেখানে রয়েছে ২৫ সেঞ্চুরি ও ৯৩ হাফ সেঞ্চুরি। ২৩৫ ওয়ানডেতে ২৩৩ ইনিংস ব্যাট করে ৩৬.৬৯ গড়ে করেছেন ৮১৪৬ রান। এছাড়া ৬৯ টেস্টে ১৩২ ইনিংস ব্যাট করে ৩৯.০৯ গড়ে ৫০৮২ রান এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১৭৫৮ রান করেছেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here