স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ১৭তম আসর শুরু হচ্ছে আজ শুক্রবার। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টায় এম চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আসরের উদ্বোধনী ম্যাচ। এবারের আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই।
এদিকে জমকালো আয়োজনে সন্ধ্যা ৭টায় বলিউড তারকা ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে একে একে পারফর্ম করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং সঙ্গীতশিল্পী সোনু নিগম ও এআর রহমানরা। সঙ্গে ছিল লেজার শো ও আতশবাজির দৃষ্টিনন্দন ঝলকানি। এর আগে অনুষ্ঠান শুরু হয় বলিউড অভিনেতা বোমান ইরানির কণ্ঠ দিয়ে। তিনি মঞ্চে আমন্ত্রণ জানান দুই তারকা অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে।
শূন্য থেকে ঝুলতে ঝুলতে মঞ্চে নামেন অক্ষয়। তার এক হাতে ছিল ভারতের জাতীয় পতাকা, তাকে সঙ্গ দেন টাইগার। দু’জনে মিলে নিজেদের ছবির গানের তালে নাচলেন। মাতিয়ে তোলেন দর্শকদের। পরে মোটরবাইকে দুজন মাঠ পরিদর্শন করেন। পরবর্তীতে মঞ্চে আগমন হয় সোনু নিগম ও এআর রহমানের। সুরের জাদুতে তারা মুগ্ধ করেন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামভর্তি দর্শকদের। প্রায় হাউজফুল দর্শকদের সামনে নিজেদের বিখ্যাত বেশ কয়েকটি গান গাইলেন তারা। পরে তাদের সঙ্গে যোগ দিলেন মোহিত চৌহান, নীতি মোহনের মতো গায়ক, গায়িকারা। একসঙ্গে কোরাস করে তারা হিন্দি ও দক্ষিণ ভারতীয় ভাষায় গান গেয়ে শোনান।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিন্নি ও সচিব জয় শাহ। তাদের সঙ্গে হাজির হন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। এরপর উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক ফাফ ডু প্লেসি ও রুতুরাজ গায়কোয়াড়ের মঞ্চে ওঠার মাধ্যমে এই আনুষ্ঠানিকতার সমাপনী ঘটে। নির্ধারিত সময়ে রাত ৮টায় (বাংলাদেশ সময়) টস হওয়ার কথা থাকলেও ১০ মিনিট দেরিতে হয়েছে টস। উদ্বোধনী ম্যাচে টস জিতেছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আগে ফিল্ডিং করবে স্বাগতিক চেন্নাই।
চেন্নাই একাদশ- রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রাবিন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাহিশ থিকসানা, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।
ব্যাঙ্গালুরু একাদশ- ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওর্য়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কর্ন শর্মা, আলজেরি জোসেফ, মায়াঙ্ক ডাগারও মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post